ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য পেয়ে সাধারণ ক্রেতারা ব্যাপক খুশি হয়েছেন।
শনিবার (০৩ এপ্রিল) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য সামগ্রী অনুমোদিত ডিলার মো: শফিকুল ইসলাম খানের তত্তাবধানে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিক্রয় করা হয়।
পণ্য সামগ্রীর রয়েছে ভোজ্য তেল- ১২শ লিটার, চিনি- ৮শ কেজি, ডাল- ৬শ কেজি, ছোলা বুট- ৪শ কেজি। সাধারণ ক্রেতারা বাজার মূল্য থেকে টিসিবি’র নির্ধারিত সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পেরে আনন্দিত হয়েছে।
ক্রেতা মো: রবিউল আওয়াল নিলু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ক্রেতা সাধারণ উপকৃত হবেন।