ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়নের আটপাড়া পূর্ব পাড়ার সংলগ্ন জেলে পাড়ার বাসিন্দা কালিদাস ।
তার বাবার নাম সংগীত শিল্পি স্বর্গীয় হরিদাস বর্মণ।কালিদাস নিজেও একজন সংগীত শিল্পি৷ কালিদাস বর্মন স্বেচ্ছায় স্বজ্ঞানে শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা যায়,তার বন্ধু মহল থেকে কালিদাস আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি দূর্বল ছিল কালিদাস তাদের বন্ধুদের জানায় হিন্দু ধর্ম আমার কাছে অনীহা আমার জন্ম কেন মুসলিম পরিবারে হলো না কালিদাসের মনে প্রাণে খুবই কস্ট ছিল তাই সে আজ স্বদিচ্ছায় শান্তির প্রতিক মুসলমান ধর্ম গ্রহণ করেন। এবং কালিদাস থেকে আজ মো: আয়ান ইসলাম হয়েছেন। এ বিষয়ে পূর্বের নাম কালিদাসের একাধিক বন্ধু মহল জানায়, আমাদের বন্ধু ধর্মান্তারিত হয়ে তাঁর আজ আয়ান নামেই পরিচিতি হয়েছে। এতে আমরা আনন্দিত এবং গর্বিত।