ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত

- আপডেট সময় : ০৮:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ২৩ বার পড়া হয়েছে
স্বাধীনতা রক্ষার অঙ্গিকারের মধ্য দিয়ে শুক্রবার ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৫০বার তপোধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনার পর আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও এর সকল অঙ্গসংগঠন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন, হিরোশিমা ক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পমাল অর্পণ করা হয়। আওয়ামীলীগ, বিএনপি ও হিরোশিমা ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসব অনুষ্ঠানে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, রুপপুর পরমাণু প্রকল্পের জেনারেল ইস্বার ডেপুটি ডিরেক্টর সারা জেনকোসহ অন্যান্য রাশিয়ান কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ইউএনও পিএম, ইমরুল কায়েস, এসিল্যান্ড টিএম, রাহসিন কবীর, সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ওসি অরবিন্দ সরকার, এস এম ফজলুর রহমান, তৌহিদ আক্তার পান্না,এ এ আজাদ হান্নান, অধ্যাপক নূর মোহাম্মদ খোকন ও নজরুল ইসলাম মুকুল, আশরাফুল আবেদীন, রশীদ উল্লাহ, গোলাম মোস্তফা চান্না, আমিনুল ইসলাম মিন্টু, ইদ্রিস আলী মালিথা, শিমুল আহসান, হাবিবুর রহমান হাবিব, ও সাকিবুর রহমান শরীফ কনকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।