কিশোরগঞ্জ প্রতিনিধি
‘এই মুহূর্তের ভ্যাকসিন, মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন’। এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। এছাড়া করোনা মোকাবিলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের একরামপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলাল এতে সভাপতিত্ব করেন।জেলা প্রশাসক বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র মো. আবু তাহের, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাফেজ মো. খালেকুজ্জামান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক ব্যবসায়ী, শ্রমিক এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।