এবার মুয়ানির গোল, ফাইনালের পথে ফ্রান্স

- আপডেট সময় : ১০:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
প্রথমার্ধের পঞ্চম মিনিটের গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ফ্রান্স। এবার দ্বিতীয়ার্ধে গোল করলেন উসমান দেম্বেলের বদলে মাঠে নামা রঁদাল কলো মুয়ানি। তাতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে কাতার বিশ্বকাপের ফাইনালের পথে এগিয়ে গেল ডিফেডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।
বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে দুই দল। তবে খেলা শুরু হতে না হতেই গোলের দেখা পেয়ে যায় ফরাসিরা। পঞ্চম মিনিটে মরক্কোর ডি-বক্সে বল পেয়ে বা পায়ের বুলেট গতির শটে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালের টিকানা খুঁজে নেন থিও হার্নান্দেজ।
এরপর মরক্কোও পাল্টা আক্রমণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আক্রমণের পর আক্রমণে ফরাসি ডিফেন্সের পরীক্ষা নিয়েও গোলের দেখা পায়নি হাকিমি-জিয়েচরা। একজন নিখুঁত ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি দলটি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর মাঠে নেমেই পর পর দুটি শট নেয় মরক্কো। কিন্তু জালের দেখা পায়নি মরক্কোর ফরোয়ার্ডরা। এছাড়া বেশ কয়েকবার ভালো আক্রমণ করেও ফরাসি ডিফেন্সে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছে।
ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের পথে ফ্রান্স। অন্যদিকে হারের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষের পথে মরক্কো।