এস.কে ইমরান মিয়া
সফর শেষ করে গ্রামের বাড়ি থেকে সাভার ফিরছিলাম। পূর্ব ঘোষণা অনুয়ায়ী আজকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বাসে থাকা অবস্থায় খবরে জানতে পালাম ফলাফল ঘোষণা করা হয়েছে। অটোপাশের এবারের এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ শিক্ষার্থী।
পরিচিত অনেকেই পরীক্ষার্থী ছিলো, কিন্তু কেউ কোনো খবর জানালো না। যাই হোক মূল ঘটনায় আসি।
বাস থেকে নেমে বাসার দিকে যাচ্ছিলাম। রাস্তার পাশেই ছিলো একটা মিষ্টির দোকান। দোকানী দরজার সামনে বসে আছে আর হতাশ হয়ে বলছে, ‘এবার পরীক্ষার রেজাল্ট দিলো, কিন্তু কেউ এক কেজি মিষ্টিও নিলো না’ কথাটা কানে আসতেই আরও ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। তিনি আরও বললেন, ‘শুনলাম আজকে রেজাল্ট দিবো, তাই বেশি করে মিষ্টি বানালাম, কিন্তু কারও কোনো খবর নাই, কেউ কি পাশ করে নাই’?
অত:পর মনে হলো এবার তো অটোপাশ হয়েছে, তাই এ+ পেলেও কোনো পরিবার তেমন খুশি হয়েছে বলে মনে হচ্ছে না। আর মিষ্টির দোকানীর মতো কত দোকানী অপেক্ষায় ছিলো বিক্রির ধুম লাগবে! কিন্তু দিন শেষে শূন্য।
আপনার মতামত লিখুন :