নওগাঁয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৯:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৪০ বার পড়া হয়েছে
নওগাঁয় আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জালাল পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার দমদমা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় কয়েকজন লোকজন গাবতলী মোড় এলাকায় সড়কের পাশে একটি আলুর ক্ষেতে রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল হোসেন বলেন, মোহাম্মদ জালাল গতকাল মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল। আজ সকালে তার লাশ পাওয়া যায়। এটি দুর্ঘটনা নাকি হত্যা বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, উদ্ধারের সময় মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।