ফাইনালের লড়াইয়ে এগিয়ে ফ্রান্স, প্রাণপণ লড়ছে মরক্কো

- আপডেট সময় : ১০:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুরুতেই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু আফ্রিকার হয়ে ইতিহাস গড়া মরক্কো ফাইনালের স্বপ্নে টিকে থাকতে লড়াই চালিয়ে যাচ্ছে। আক্রমণের পর আক্রমণে ফরাসি ডিফেন্সের পরীক্ষা নিচ্ছে হাকিমি-জিয়েচরা।
কিন্তু একজন নিখুঁত ফিনিশারের অভাবে গোলের দেখা পাচ্ছে না দলটি। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের খেলা শেষ হয়ে গেলেও প্রাণপণ লড়াই করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে না আটালাস লায়নসরা।
বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে মরক্কো। তবে পঞ্চম মিনিটে থিও হার্নান্দেজের গোলে পিছিয়ে যায় মরক্কো।
এরপর আক্রমণে ধার বাড়িয়ে একের পর এক আক্রমণ চালায় আশরাফ হাকিমিরা। কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় আফ্রিকান সিংহরা। ফলে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।
বিরতির পর মাঠে নেমেই পর পর দুটি শট নেয় মরক্কো। কিন্তু জালের দেখা পায়নি মরক্কোর ফরোয়ার্ডরা। এছাড়া বেশ কয়েকবার ভালো আক্রমণ করেও ফরাসি ডিফেন্সে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছে। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের পথে ফ্রান্স। অন্যদিকে হারের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষের পথে মরক্কো।