বাউফলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপনে এ্যাডভোকেসি সভা

- আপডেট সময় : ০৫:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ২৪ বার পড়া হয়েছে
বাউফলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর মিলনায়তনে পরিবার পরিকল্পনা অফিসার ডা.সানজিদা ইসলাম জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আল আমিন। ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামেন রেখে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আ. বারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া ও বাউফল প্রেসক্লাব সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক। সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৪ জন পরিবার কল্যান সহকারী, ১৬ জন পরিবার কল্যান পরিদর্শিকা, ১২ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ৮ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ০৩ জন ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৭-২২ ডিসেম্বর ,২০২২ সেবাহ সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা সেবা বিষয় প্রচারনা অব্যাহত থাকবে সাইফুল ইসলাম বাউফল, পটুয়াখালী