বীর মুক্তিযোদ্ধা পিপলুকে সম্মাননা জানালো আদিবাসী তরুন-তরুনীরা

- আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৩১ বার পড়া হয়েছে
নাটোরে নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া আদিবাসী-নৃ-গোষ্টি তরুন-তরুনীরা বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুকে সম্মাননা সহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
হিউম্যান রাইটস ডিফেন্ডার (এইচআরডি) ফোরামের ব্যবস্থাপনায় ও আইইটির সহায়তায় তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনি দিনে অংশগ্রহণকারী ২০ তরুন-তরুনীরা এই সম্মাননা জানিয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন সভাপতি প্রশিক্ষক হাফিজ আদনান রিয়াদ, আইইডির সহযোগী সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং, নিডা পরিচালক জাহানারা বিউটি, আইপি ফেলো প্রতাপ সিং, নিডা পরিচালক জাহানারা বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা নিডা’র অডিটেরিয়ামে গত ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু।