সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর যাদবপুর ও সামন্তা সীমান্তে ভারতীয় ফেনসিডিল, মদ ও ইয়াবা জব্দ করেছে ৫৮ বিজিবি।৫৮ বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ৫৮ বিজিবি’র অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতবাড়িয়া মাঠের ভিতর থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করে।
অন্যদিকে সামন্তা বিওপির টহল দল অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া মাঠের ভিতর একটি মেহগুনি বাগানের ভিতর থেকে ৯০পিচ ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল জব্দ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়রা পালিয়ে যায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :