মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক:
দ্বিতীয়দিনের মতো আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হতে করোনার টিকা কার্যাক্রম শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অংশগ্রহণ লক্ষ করা গেছে। সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা কার্যক্রম শুরু হয়। রমেক মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রের ৪টি বুথ থেকে দেড় ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ১৮৫ জন।
বৃদ্ধ হতে শুরু করে সব বয়সি মানুষদের টিকা নিতে দেখা গেছে। টিকা নিতে আসা এক বৃদ্ধনারী জানান, করোনা তো কাউকেউ ছাড়বে না। তাই হুইল চেয়ারে করেই করোনার ভ্যাকসিন নিতে এসেছি।
টিকা নিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তিনি জানান, টিকা নিতে পেরে অনেক ভালো। কোন সমস্যা হচ্ছে না। সকলের টিকা নেওয়া উচিত।
রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেড শাহ মুহাম্মদ জাকির হোসেন জানান, একটু আগেই টিকা নিয়েছি। খুব ভালো লাগছে।
রাজশাহীতে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন ৯ হাজারের অধিক মানুষ। সোমবার সকাল ১০ থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত রামেক হাসপাতালের ৪ টি বুথে মোট ১৮৫ জন টিকা নিয়েছে। এর মধ্যে মহিলা ২ নম্বর বুধে টিকা নিয়েছে ৩১ জন, ৪ নম্বর মহিলা বুধে ৪৮ জন, পুরুষ ৩ নম্বর বুধে ৬২ জন, ১ নম্বর পুরুষ বুথে ৪৩ জন। এবং সাড়ে ১১ পর্যন্ত মোট ১৫০ জন ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছে।
অন্যদিকে গতকাল রোববার সকালে প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। টিকা নিয়েছেন সাধারণ মানুষও।
আপনার মতামত লিখুন :