নিজস্ব প্রতিবেদন
হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রথম প্রহরে রাজশাহী নগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা দু’টি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ মার্চ) সকালে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় অজ্ঞাতরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওই বাসটি পুরোটা পুড়ে অন্যটিতেও আগুন ধরে আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আটক করা যায়নি কাউকে।
পুলিশের ধারণা, হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে।
এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে রাজশাহীতে তেমন প্রভাব পড়েনি।
ভোর থেকেই বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।