ITPolly.Com
ঢাকা শনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিএসটিআই’র অভিযান; নমুনা জব্দ!

মীর রকি রাজ
১৫ নভেম্বর ২০২৩, ৪:০৭ পিএম

Link Copied!

আজ ১৫ নভেম্বর বুধবার বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে নিম্নোক্ত প্রতিষ্ঠান সমূহে সার্ভিল্যান্স কার্যক্রম ও পণ্যের মান নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হয়েছে।

সপুরা বিসিক শিল্প নগরী এলাকার মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস এর উৎপাদিত ময়দা পণ্যের নমুনা অন্তর্বতী মান পরীক্ষণের জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।এছাড়া আটা ও ময়দা পণ্যের নতুন ব্রান্ড সংযোজনের আবেদন গ্রহণ করা হয়েছে।

বিসিক শিল্প নগরী এলাকার পদ্মা বেকারির উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

ঘোড়ামাড়ার মেসার্স বিউটি ঘি এর উৎপাদিত ঘি পণ্যের বকেয়া বিল আদায় করা হয়েছে।

বিসিক শিল্প নগরীর ওয়ারিশ শাহ কেমিক্যাল এর উৎপাদিত ফ্লোর লিকুইড ডিটারজেন্ট (ড্যাম্প ফিক্স) এর লেবেলে অবৈধ ভাবে বিএসটিআইয়ের অনুমোদিত উল্লেখ করায় নিয়মিত আদালতে মামলা দায়ের প্রক্রিয়াধীন

অলোকার মোড়ের লক্ষ্মী পেস্ট্রি হাউস এর উৎপাদিত কেক পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

বিসিক শিল্প নগরী এলাকার সুমন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজর উৎপাদিত মুড়ি ও স্পাইসেস পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

এছাড়া নিম্নোক্ত প্রতিষ্ঠানসমুহকে সর্বদা বিএসটিআইয়ের সিএম লাইসেন্স হালনাগাদসহ পণ্য বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে-বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকার কোয়ালিটি সুপার কেক হাউস, পণ্য-বিস্কুট, ব্রেড, কেক ও রাজপাড়া থানার ঝাউতলা এলাকার মোরশেদা বেকারি এন্ড কনফেকশনারি (পণ্য-কেক)।

উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআই রাজশাহী এর কর্মকর্তা সহকারী পরিচালক (সিএম) মো: জহুরুল হক ও ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান অংশগ্রহণ করেন।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় রাজশাহীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন
নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়!

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়!

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৬ দিনের ছুটি শুরু!

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৬ দিনের ছুটি শুরু!

ফুটপাত থেকে ‘রাজপ্রাসাদে থাকা সেই মোস্তাফিজ গ্রেফতার

ফুটপাত থেকে ‘রাজপ্রাসাদে থাকা সেই মোস্তাফিজ গ্রেফতার

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত!

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত!

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে গ্রেপ্তার ১

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন!

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন!

রাবিতে নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ১!

রাবিতে নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ১!

রাজশাহীর কুখ্যাত সুদ কারবারি সেই লিজা কারাগারে!

রাজশাহীর কুখ্যাত সুদ কারবারি সেই লিজা কারাগারে!

র‌্যাব-৫ এর অভিযানে রেলগেট হতে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ০৮ জন  সদস্য গ্রেফতার!

র‌্যাব-৫ এর অভিযানে রেলগেট হতে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ০৮ জন সদস্য গ্রেফতার!

১৬নং ওয়ার্ড কয়েরদ্বারা এলাকায় পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর-স্বর্ণালংকার ও অর্থ লুটপাট!

১৬নং ওয়ার্ড কয়েরদ্বারা এলাকায় পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর-স্বর্ণালংকার ও অর্থ লুটপাট!

রাবিতে চাকরী দেওয়ার নামে প্রতারনা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার!

রাবিতে চাকরী দেওয়ার নামে প্রতারনা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার!

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com