রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৫শে আগষ্ট বেলা ১১টার সময় তাহেরপুর পেঁয়াজ হাটা পৌর সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন তাহেরপুর পৌরসভার রুপকার তিন বারের নির্বাচিত সফল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উদ্ভোদন অনুষ্ঠানে তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক ব্যাংকার ও এবি ব্যাংক এজেন্ট শাখার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার রুপকার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।তিনি তাঁর বক্তব্যে বলেন, এবি ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংক।আশা করি ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তারের পরিচালনায় ব্যাপক সাফল্য অর্জন করবে।সেই সাথে তাহেরপুর পৌর এলাকা ও আশেপাশের সকল ব্যাবসায়ীর ব্যাবসার প্রসার ঘটবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন,রাজশাহী কর্পোরেট শাখার পরিচালক ফজলে রহমান,রাজশাহী এবি ব্যাংকের এজেন্ট শাখার চেয়ারম্যান সেলিম আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র বাবুল খাঁ,তাহেরপুর পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব,দ্বীপনগর ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা শহিদুজ্জামান মীর,গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার,তাহেরপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর ইসলাম,সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম আনসারী।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন,বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা কাশেম প্রামাণিক,ওয়ার্ড কাউন্সিলর রইচ উদ্দিন,বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, পৌর সুপার মার্কেটের সভাপতি পুলক কুমার সাহা,সাধারণ সম্পাদক শাহীন খন্দকার সহ এবি ব্যাংকের এজেন্ট শাখার সকল কর্মকর্তা কর্মচারীগন ও সাংবাদিক গন।
এম জি আর এ