রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার্বার (১৭ নভেম্বর) আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোসাঃ সিমলা বেগম (২৩)কে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ রিপন (৪৫)কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ মামুন হোসেন (৩৯)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ ইমরান হোসেন পলাশ (৩০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ আরাফাত ইসলাম রিফাত (২৫)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ সাদেকুল ইসলাম সাকিব (২২)কে ৯.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ হাফিজুল ইসলাম (৪২)কে ৪.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ টুয়েল (৩৩)কে ০৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আব্দুল্লাহ (২০)কে ৪০ গ্রাম গাঁজা সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ রেজাউল করিম (৩৮)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ মুকুল হোসেন (৩৪)কে ৬.৫ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোসাঃ সুরুত জাহান ছবি (২৭)কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ অমিও হাসান রাকিব (২২), (৩) মোঃ সারোয়ার কায়নাত আসিফ (৩০)দ্বয়কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।