নিজস্ব প্রতিবেদক :
নব গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস মানবকল্যাণ
ফাউন্ডেশন এর উদ্যোগে ২৭ ডিসেম্বর সকাল থেকে তিতাস উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে কোভিড-১৯ প্রতিরোধে ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গৌরীপুর বাজার,কড়িকান্দি বাজার,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স গেইট, গাজীপুর স্টেশন ও বাতাকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে জনসচেতনতায় জনগণের মাঝে তিতাস মানবকল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে।
অতিথি হিসেবে ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন, আলমগীর হোসেন ও জুয়েল রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটি গঠন হওয়ার পর এটিই তাদের প্রথম কার্যক্রম। পরবর্তীতে আরও ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন।