নিজস্ব প্রতিবেদক
রাজশাহী পদ্মাপাড়ে দুইটি সুইচ গেটের সামনে ৯৪ লাখ টাকা ব্যয়ে দুইটি ওভারব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রবিবার বিকেলে নির্মাণাধীন ওভারব্রিজ দুইটি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকেলে প্রথমে হযরত শাহ মখদুমের (রহঃ) মাজারের সামনে নির্মাণাধীন ওভারব্রিজ এবং এরপরে বড়কুটি এলাকায় নির্মাণাধীন ওভারব্রিজ পরিদর্শন করেন মেয়র। এ সময় মেয়র নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন।
ওভারব্রিজ দুইটি পরিদর্শন শেষে বড়কুঠির পাশে নির্মাণাধীন অস্থায়ী সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) এর কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপ-সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।