আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসার ঘটিয়ে উন্নয়নশীল রাষ্ট্রের দ্বার প্রান্তে তখন স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি জোট দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে উন্নয়নের গতি থামিয়ে দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা তা কখনো মেনে নেবে না। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা,যুগ্ম সাধারন সম্পাদক সাগর কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারন সম্পাদক তালেবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারন সম্পাদক আমিনুল ইসলা ডাবলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ সোহবার হোসেন ছান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, ফিরোজ আলম, আব্দুল্লাহ আল ফারুক। আলোচনা সভা শেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাদশা আলমগীরকে পরিচয় করিয়ে দেয়া হয়।