স্টাফ রিপোর্টার মোঃ পাভেল ইসলাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ০১ জানুয়ারি ২০২১ হতে ১১ জানুয়ারি ২০২১ তারিখ বাংলাদেশের র্যাব ফোর্সেস কর্তৃক ‘‘র্যাব সেবা সপ্তাহ’’ পালন করা হচ্ছে। ‘‘র্যাব সেবা সপ্তাহ’’ এর বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে র্যাব-৫ রাজশাহীর উদ্যোগে সোমবার (০৪ জানুয়ারি) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া হড়গ্রাম (আশ্রয়ণ প্রকল্প) এলাকায় ২০০টি বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচীতে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম এসপিপি, পিএসসি, জি উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেছেন। এ সময়ে র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।