রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনার ড. মো.হুমায়ুন কবীর। সোমবার (২৭ ডিসেম্বর) নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন তিনি। এ সময় রাসিক মেয়র মহোদয় বিদায়ী বিভাগীয় কমিশনারের নতুন কর্মস্থলের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীরকে পদোন্নতি দিয়ে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।