মহানগরীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার তিতাস থানার কেশবপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে কাউছার আহম্মেদ(২৩)।
আরএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার সময় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজশাহী মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকা হতে আসামী মিজানুরকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।