রাজশাহীর গণকপাড়া এলাকার রাজমহল আবাসিক হোটেলের পাশে এক বাড়িতে লেপের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের রাজশাহী স্টেশন মাস্টার লতিফুর বারি জানান, রাত ৮টা ৫০ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌচ্ছি। আধা ঘন্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি বলেন, এটি একটি লেপ তৈরীর কারখানা। সেখানে তুলা ও নারকেলের ছোপা রয়েছে। ধারণা করা হয়ে মসার কয়েল থেকে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু আসবাবপত্র, তুলা ও নারিকেলের ছোপা। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানান এই দমকল কর্মকর্তা।