জাতীয় যুবজোট রাজশাহী মহানগরের উদ্দোগে কর্মী সভা ১৫ ও ১৯ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।
গত কাল(০৩ জানুয়ারি) বিকাল ৫ টায় নগরীর রানীবাজারে দলীয় অস্তায়ী কার্যালয়ে কর্মীসভা ও ওয়ার্ডের কমিটি গঠন কার্য অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় নেতা শরিফুল কবীর স্বপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ রাজশাহী মহানগরের সাধারন সম্পাদক আমিরুল কবির বাবু, যুবজোট কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক রমজান আলি শিকদার।
সভায় সভাপতিত্বে করেন জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবজোটের সভাপতি শরিফুল ইসলাম সুজন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবজোট রাজশাহী মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জোহেব রনি,আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুলসহ মহানগর থানার সকল নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন, জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন চৌধুরী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শরিফুল কবীর স্বপন বলেন, দেশের যে উন্নয়ন হয়েছে তা যেন ইদুর উইপোকার মতো দুর্নীতিবাজ লুটেরারা খেয়ে ফেলতে না পারে তার জন্য দেশে আইনের শাষন ও সুশাষন প্রতিষ্ঠা করতে হবে । তিনি শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রতি জাসদের পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন করে বলেন শুদ্ধি অভিযানে প্রমান হয়েছে, দুর্নীতিবাজ লুটেরারা যতই ক্ষমতাধারী হোক না কেন কেউই আইনের উর্দ্ধে না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আমিরুল কবির বাবু বলেন, রাষ্ট্রীয় খাতে দুর্নীতি বন্ধ করে সুশাষন নিশ্চিত করা সম্ভব হলে বেকারদের বেকার ভাতা, কাজ ও চাকরি দেয়া সম্ভব হবে। তিনি বলেন, যুব সমাজের দায়িত্ব সরকার বা কোন রাজনৈতিক দলের তোষামোদি করা নয়। যুব সমাজকে দেশ ও জনগনের স্বার্থে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যুব সমাজকে লড়াই করা জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
এরপর কর্মী সভা শেষে ১৫ নং ওয়ার্ডে মো: ফরাদ কে সভাপতি ও মো: মোমিনুল ইসলাম মুন কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়। এবং ১৯ ওয়ার্ডে মো:সাইফুল ইসলাম(সজিব) কে সভাপতি ও মো:হাবিবুর রহমান কে সধারন সম্পাদক করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।