অফিস ডেক্স
রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সম্পাদকের মামাতো বোনের দ্বিতীয় তম জন্মদিন আজ।
তার জন্মদিনে, রাজশাহী থেকে প্রকাশিত সংবাদ ২৪ ঘন্টা ও স্বপ্নের বাংলাদেশ. কমের প্রধান সম্পাদক মো: অমি আহম্মেদ তার মামাতো বোনের জন্য দেশের সবার কাছে দোয়া চেয়েছেন।
এবং সেই সাথে রাজশাহী থেকে প্রকাশিত সংবাদ ২৪ ঘন্টা ও স্বপ্নের বাংলাদেশ. কমের পরিবার তার জন্মদিনে সুন্দর জীবন ও ভবিষ্যৎ জন্য দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য : নাওমির বড় ভাই মো: অমি আহম্মেদ তার মামাতো বোনের জন্য একটি ছন্দ লিখেছেন যে
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন ও প্রতিটি আশা, বেচে থাকো হাজার বছর ..এই কামনায় তোমাকে জানায় -শুভ জন্মদিন..নাওমি সোনা