করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃতরিকুল আলম পল্টু । রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন কাউন্সিলর। শোক বার্তায় কাউন্সিলর মোঃতরিকুল আলম পল্টু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রোববার বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।