নিজস্ব প্রতিনিধি
রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের দৌহিত্র ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের কন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। আজ বুধবার রাজশাহী জেলা আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য নির্বাচিত হন তিনি।এর আগে বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের এই সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন। এদিকে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযুদ্ধমঞ্চসহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।
র