সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে রবিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে টীকা প্রদানা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকা গ্রহনের মধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আকবার নেওয়াজ,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ।