সাগর নোমাণী, রাজশাহী
রাজশাহীতে মো: রেজাউল ইসলাম(৫১) ও তার ছোট বোন মৌসুমী আক্তার(৪৩) এর পৈত্রিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তার ভাই বোনদের বিরুদ্ধে।
রেজাউল ইসলাম রাজশাহী নগরীর লক্ষীপুর ভাটাপাড়ার কামাল খাঁ সড়কের মৃত ফায়েজ উদ্দিন শেখ এর তৃতীয় সন্তান।
রেজাউলের ভাই আলী মোস্তাকিম(৬২), রবিউল ইসলাম(৫৮) ও মৃত বোন মাহমুদার ছেলে রাকিবুল ইসলাম(৩৮) সহ সংশ্লিষ্ট আরও কয়েকজন জোটবদ্ধভাবে তার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখে প্লট আকারে বিক্রি করার চেষ্টা ও তাকে বঞ্চিত করার ষড়যন্ত্রে মেতেছে বলে জানিয়েছেন রেজাউল ইসলাম।
এ দিকে রেজাউল ইসলাম ও ছোট বোন মৌসুমী আক্তার (৪৩) স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভন্ন দপ্তরে আবেদন করেছেন । দীর্ঘদিন যাবৎ তারা পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউপি চেয়ারম্যান, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, পবার সাব রেজিষ্টার, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন পত্র দিয়েছেন।
এক পর্যায়ে বাধ্য হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে জেলা :রাজশাহী, থানা : পবা, মৌজা-আলীগঞ্জ, জেএল নং ৬২, মধ্যে অবস্থিত :- আরএস খতিয়ান নং ২২৪, আরএস দাগ নং ৭৬০,রকম ভিটা, পরিমান ০.৭৮একর অংশীদারী দখলে পাওয়ার জন্য ( মামলা নং পবা -৬৮ পি/২০, ধারা-১৪৫ ফৌ: কা: বি: এবং বিজ্ঞ আদালতের প্রসেস নং ৮৪৭(৩), তাং ২১/১২/২০২০) মামলা দায়ের করেন ।
রেজাউল ও তার বোন মৌসুমী এখন মাননীয় প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের এই পথে পথে ঘোরার জীবন থেকে বাঁচতেই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন বলে তারা জানান।