নওগাঁর মান্দায় লটারীর মাধ্যমে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের নির্বাচিত করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয় চত্ত্বরে উন্মূক্ত লটারীর মাধ্যমে প্রাথমিকভাবে ১০০ জনকে নির্বাচিত করা হয়। এছাড়াও সর্বসম্মতিক্রমে পূণরায় লটারীর মাধ্যমে দুই ট্রেডে আবেদনকারীদের মধ্য থেকে ওয়েটিংয়ে আরো ৫০ জন নির্বাচিত হন। এরপর দুপুর আড়াইটার দিকে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কন্ফারেন্স রুমে প্রাথমিকভাবে নির্বাচিতদের মৌখিকভাবে ভাইবা নেওয়ার পর দুই ট্রেডে মোট ১০০ জন নির্বাচিত প্রশিক্ষাণার্থীদের চূড়ান্ত তালিকাট প্রকাশ হয়। এসময় উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দকা রুমা,মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,যুব উন্নয়ন কর্মকর্তা পরতোষ কুমার মন্ডল,সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকতা অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম,প্রশিক্ষক রাজিয়া সুলতানা এবং শারমিন আক্তার প্রমূখ।
এ বিষয়ে মান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন,২০২২ সালের ১৬ তম ব্যাচের জুলাই- সেপ্টেম্বর (৩ মাস মেয়াদী ফ্যাশন ডিজাইনে ১৬৪ জন ও বিউটিফিকেশনে ৩২৪জন ) দুই ট্রেডে সর্বমোট ৫০৭ জন আবেদন করেছিলেন। এদের মধ্য থেকে (ফ্যাশন ডিজাইনে এবং বিউটিফিকেশন) দুই ট্রেডে মোট ১০০ জন প্রশিক্ষণ নিতে পারবেন।এর জন্য তিন মাস মেয়াদী (৬০ দিনের) প্রশিক্ষণে প্রত্যেক প্রশিক্ষণার্থী একটি সনদ এবং দিনে ২০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে অসহায় বিধবা,স্বামী পরিত্যাক্তা এবং বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য অগ্রাধিকার দেয়া হবে।
মান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন , স্বচ্ছ্বতা এবং জবাবদিহিতা উন্নয়নের পূর্ব শর্ত। সেই লক্ষ বাস্তবায়নে লটারীর মাধ্যমে দুই ট্রেডে আবেদনকারীদের নির্বাচিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে স্বেচ্ছাচরীতার কোন সুযোগ নেই: সুতরাং এ বিষয়ে কারো আপত্তি থাকার কথা না। কারণ বিগত দিনগুলোতে অধিকাংশদের সুপারিশ রাখতে না পারার কারণে আমাদেরকে বিব্রত হতে হতো। এইপ্রথম এ উপজেলায় সর্বসম্মতিক্রমে স্বচ্ছ্বতার ভিত্তিতে লটারীর মাধ্যমে দুই ট্রেডে আবেদনকারীদের নির্বাচিত করা হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।