আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক সন্ত্রাস,জঙ্গি নারী ও শিশু নির্যাতন,কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ,নারী ও শিশু ধর্ষণ,চুরি ডাকাতি, ছিনতাই, যৌতুক,সাইবার ক্রাইম, সাম্প্রদায়িকতা সহ সামাজিক ব্যাধি প্রতিরোধকল্পে জনসচেতনতা তৈরি করতে এবংপুলিশী সেবা ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে মসজিদে জনসচেতনতা মুলক বক্তব্য রাখেন তদন্ত ওসি জয়নাল আবেদীন।
শুক্রবার (১ জুলাই )করিমগঞ্জ উপজেলা চড়পাড়া জামে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং,কিশোর গ্যাং,নারী ও শিশু ধর্ষণ,চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুজব যৌতুক, সাইবার ক্রাইম মাদক নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপস্থিত মুসল্লিসহ সর্ব সাধারণের সহায়তা চেয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট থানার তদন্ত (ওসি) জয়নাল আবেদীন
তিনি তার বক্তব্যে স্থানীয়দের সর্তক করে বলেন, আপনাদের সস্তান কোথায় যায়,কার সাথে মেশে বা আড্ডা দেয় তার খোজ রাখবেন। আপনার সন্তান যদি একবার নেশার জগতে ঢুকে যায় তবে আপনার সারা জিবনের স্বপ্ন মাটি হয়ে যাবে তাই সময় থাকতে সন্তানের চলাফেরা ও অপ্রত্যাশিত আড্ডা নিয়ন্ত্রন করেন। আপনার যদি মনে হয় আপনার সন্তান অন্যায় পথে চলে যাচ্ছে আপনি পারিবারি কভাবে আপনার সন্তান কে শাসন করেন। যদি প্রয়োজন মনে করেন পুলিশের সহায়তা দরকার আপনারা পুলিশকে জানান পুলিশ আপনাদের যথাযথ সহায়তা করবো আপনার সন্তান সুপথে ফেরানোর জন্য।
তিনি তার বক্তব্যে আরো বলেন, মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আপনার সন্তান বা আপনার প্রতিবেশি যদি মাদক খায় বা মাদক নেয় সে কিন্তু নিজেও ধ্বংস হচ্ছে তার সাথে অন্য দশজনও ধ্বংস হচ্ছে।মাদক যেন সমাজ থেকে চিরতরে নির্মুল হয়। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আনাদের সহযোগিতা পেলে আমারা আপনাদের একটা মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারবো।
তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল,নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ বাল্য বিবাহ, ইভটিজিং,কিশোর গ্যাং, চুরি ডাকাতি দমনেও স্থানীয়দের সহায়তা কামনা করে বলেন,আপনার এলাকায় কোন অপরিচিত সন্দেহজনক লোকের চলাফেরা দেখতে পান তাৎক্ষনিকভাবে পুলিশকে সংবাদ দিবেন।আপনার পুলিশী সহয়তার জন্য যে কোন প্রয়োজনে থানায় যাবেন পুলিশ আপনাকে সেবা দেবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে।
পুলিশ আপনার বন্ধু আমরা জনগণের সেবা দিতে চাই।সব শেষে তিনি সকলের মঙ্গল কামনা ও নিরাপদ জিবনের প্রত্যাশা রেখে সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়দের মাধ্যমে জানায়,মসজিদে প্রশাসনের জনসচেতনতা মূলক বক্তব্যের ফলে এলাকা বাসী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। করিমগঞ্জ থানার তদন্ত-ওসি জয়নাল আবেদীন এর উন্মুক্ত আলোচনার প্রসংসা করেন। সেই সাথে সুশিল ব্যক্তিবর্গ ধন্যবাদ জানান।