সিরাজগঞ্জ প্রতিনিধি
মুক্তিযুদ্ধো পরিবার হুমকির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করে আসছে প্রতি ক্ষন যে এক আতংকিত, ভয় ভীতির মধ্যে দিন অতিবাহিত করে আসছে সে এবং তার পরিবার। এক মাত্র কারন হচ্ছে সন্ত্রাসী মোঃ আব্দুল মোমেন মানিক এর জন্য। ঘটনা সুত্রে যানা যায় সিরাজগঞ্জ জেলা অবস্থিত সিরাজগঞ্জের রোড হতে পাবনা হাইওয়ে রাস্তার অন্তগত শাহজাদপুর উপজেলার উপকন্ঠ পারকোলা নামক গ্রামে বসবাস রত বীর মুক্তিযোদ্ধা পরিবার মরহুম বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ হোসেন প্রাচীন রাজবাড়ী অবস্তিত পাড়কোলা গ্রামে কিন্তু মানিক নামের কুখ্যত সন্ত্রাসী অনৈতিক কার্যকালাপ চালিয়ে আসছে সর্ব সময় এই মানিক বাহিনী ৮/১০ সন্ত্রাসী নিয়ে চলাফেরা করে আসছে সঙ্গে লাঠিয়াল বাহিনী ও বোমাবাজ লোকজন নিয়ে চলাফেরা করে সন্ত্রাসী মানিক। বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাঁচটি সন্তান তাহারা গ্রামে বসবাসরত কিন্তু তাহার চারটি ভাই জীবিকার কারনে গ্রামের বাড়ীতে থাকে না শুধু মাত্র বীর মুক্তিযোদ্ধা ছেলে মোঃ গোলজার হোসেন হিরার পরিবার ও সন্তান সহ বয়োবৃদ্ধ মাতা বসবাস করার সুবাদে এই সেই সন্ত্রাসী মানিক তাদের কে বলে বাড়ীর বাহির হলে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যা ও বোমা মেরে বাড়ীঘর উড়িয়ে দেবে বলে হুমকি প্রদশন করে আসছে, বীর মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করে বিতর্কিত ভাবে ভাববিমূর্ত ক্ষন্য করে আসছে কিসের মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছে বলে কি দেশটা ওর বাবার কেনা সন্ত্রাসী মানিক বাহিনী সর্বদা অপপ্রচার করে আসছে বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ গোলজার হোসেন হিরাকে। বর্তমানে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তন কমান্ডার সংসদ এর একজন সমাজ কল্যান সম্পাদক হিসাবে নিয়োজিত থাকা সত্বেও সন্ত্রাসী মানিক বলে তোর কোন বাবা আছে আমি দেখাবো আমার হাত কত লম্বা দেখবি তোকে পিস্তল দিয়ে গুলি করে মারবো তোর ছেলেকে হাঁসুয়া দিয়ে কেটে টুকরা টুকরা করে বিভিন্ন জাগায় ফেলে দিয়ে আসবো। এই ঘটনায় মোঃ গোলজার হোসেন হিরা শাহজাদপুর থানায় সাধারন ডায়েরি করে থাকেন জিডি নং ১৭১ তারিখ ০৪ জানুয়ারী ২০২১ ইং। কিন্তু এখনো সে আইনগত সাহায্য পাননি বলে যানা গেছে।