বাংলাদেশ সুফী ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে যাথাযগ্য মর্যাদা ও পবিত্র অনুষ্ঠানাদির মাধ্যনে বাংলাদেশ আলিকুল শিরোমনি ও দেশের অধ্যাত্ন জগতের অভিভাবক হযরত শাহ্ মখদুম ( রহ)এর জন্মদিন ২য় রজব প্রতিপালন করা হয়ে। আজ ২ রা রজব ১৪৪২ হিজরী মোতাবেক ২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ ফ্রেরুয়ারি ২০২১ (সোমবার)বাদ এশা ফাতেমা শরীফ, মিলাদ মাহফিল,মখদুম বাবার মাজারে আতরপোষী, গোলাপজলে ও ফুলপোষীর মাধ্যামে হযরত শাহ্ মখদুম ( রহ)এর জন্মদিন উদযাপন করে। ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মাজার জিয়ারত অংশ গ্রহন করেন মখদুম বাবার ভক্ত আশোকন বৃন্দ, সুফী ফাউন্ডেশনের কেন্দ্রীয় ওলামা পরিষদের প্রধান সুফাব মোঃমঈনূর ইসলাম আশরাফী,সদস্য মাওলানা ইলিয়াস আলী মোজাদ্দেদী, সুফী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃগোলাম আম্বিয়া, সাধারণ সম্পাদক প্রফেসর রুহুল আমিন প্রমানিক, পোষাধ্যক্ষ নূর মোহাম্মদ চিস্ত্তী নিজামি সমাজ কল্যান সম্পাদক আব্দুল কাদের,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি আরিফুর হোক কুমার,প্রচার সম্পাদক শেখ মোঃসাইফুল ইসলাম সহ আরো অনেকে। প্রেসঙ্গতঃ উল্লেখ্য যে,পবিত্র ফাতেমা শরীফ, মিলাদ মাহফিল হজরত শাহ্ মখদুম (দরগা এস্টেটের সরকারি টাস্টি) জনাব,মোঃ মাসুদ রানা সুইট সহ এস্টেটের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।