নিজস্ব প্রতিনিধি :
দৈনিক যুগান্তরে অনলাইন নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। আপন ভুবনের ম্যানেজার মোঃ ইমরান হোসেন। প্রতিবাদ লিপিতে তিনি বলেন পূবাইলে জাল দলিলে কোটি টাকার জমি দখলের অভিযোগ শিরোনামের ভিতরে আপন ভূবন পিকনিক ও সুটিং স্পট এর নাম জড়িয়ে লেখা হয়েছে। তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য মূলক ভাবে। আমি এর তীব্র নিদ্রা প্রতিবাদ জানাই। যুগান্তরের ওই নিউজে রানা মোল্লা কে আপন ভূবনের কেয়ার টেকার বলা হয়েছে, যা মিথ্যা ও মনগড়া সংবাদ, আপন ভূবন পিকনিক ও সুটিং স্পটের কেয়ার টেকার হিসেবে নিয়োজিত আছেন এমরান হোসেন, যার মোবাইল নাম্বার ০১৭৫৯৪০৩০৫৯ আমাদের পূবাইলে আপন ভূবন একটি মান সম্মত, প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি বিনোদন মূলক প্রতিষ্ঠান, যা আমাদের পূবাইলের সৌন্দর্য ও সুনাম বৃদ্ধি করেছে, তাই কোন কুচক্রী মহল দায়বার কোন ভাবেই আপন ভূবনের উপর চাপিয়ে দেয়া যাবে,না। সাংবাদিক কে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মূলক ভাবে প্রতিহিংসা মূলক ভাবে এই সংবাদ প্রকাশ করেছে। অনুরোধ করব আগে সত্যতা যাচাই করুন তারপর নিউজ করুন, প্রতি যোগিতা করুন – প্রতি হিংসা না – প্রকাশিত মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মূলক ভাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।