মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক
দুর্গাপুরে আওয়ামী লীগের সংবর্ধনামঞ্চে জায়গা পেলেন না স্থানীয় এমপি মনসুর রহমান। আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এ ঘটনাটি ঘটে। পরে ক্ষুব্ধ হয়ে এমপি মঞ্চের না উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে আসেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, রাজশাহী জেলা সভাপতি মেরাজ মোল্লা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার জন্য সংবর্ধনার আয়োজন করে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসএম কামাল গাড়িবহর নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
এ সময় নেতাকর্মীরা তাকে রিসিভ করে মঞ্চে নিয়ে যান। তবে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা গ্রুপের নেতাকর্মীদের ঠেলাঠেলিতে মঞ্চে জায়গা পাননি স্থানীয় এমপি মনসুর রহমান। এতে ক্ষুব্ধ হয়ে এমপি মঞ্চে উঠে এসএম কামালকে ফুল দিয়ে বরণ করেই আবার নেমে পড়েন। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে রাজশাহী চলে যান।