ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় সুলতান আহমেদ (৩৮) নামের ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারী) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পুর্বধলার মহিষবেড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সুলতান আহমেদ উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের তুলা পাবই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুজ্জামান জানায়, আজ ভোর রাতে সুলতান আহমেদ অটো নিয়ে বের হয়। এ সময় যেকোন ভারী যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আজ সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট বুঝিয়ে দেয়। তবে ট্রাক না বাস তাকে চাপা দিয়েছে তা বলতে পারছেনা পুলিশ।