রাজশাহীর মোহনপুরে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল আলীম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। আটককৃক মাদক কারবারি মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে। আজ রোববার ( ২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মোহনপুর থানাধীন পাকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলীমকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব