সোহেল রানা শান্ত (মহানগর) প্রতিনিধি
রাজশাহীর মহানগরীর পদ্মায় বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।তার নাম আহসান আলী (২৫)। এসময় সেই তিন ছিনতাইকারীকে ঘিরে ফেলে আটক করে পিটিয়ে পুলিশ সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
গতকাল রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই যুবক এবং তিন ছিনতাইকারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটক তিন ছিনতাইকারী হলো, নগরীর কয়ের দাঁড়া এলাকার রাসেল রানা (১৯), নামিদ মোস্তফা (১৯) ও আলিম ইসলাম (২৫)।নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ নির্ভীক সংবাদ’কে জানান, আহসান নামের ওই যুবক তার বান্ধবিকে নিয়ে শাহ মখদুম মাজারের নিচে পদ্মায় নামে ঘুরতে। এসময় তিন ছিনতাইকারী আহসান ওই তার বান্ধবীকে ঘিরে ফেলে। তারা আহসানের নিকট প্রথমে ৪০০ টাকা দাবি করে। এরপর আহসান ভয়ে ১০০ টাকা দেয়। কিন্তু ছিনতাইকারীরা যা আছে বের করতে বললে আহসান এর প্রতিবাদ করে।এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা আহসানকে ছুরিকাঘাত করে। এতে তিনি চিৎকার দিয়ে উঠলে আশেপাশের লোকজন ধাওয়া দিয়ে ঘিরে ফেলে তিন ছিনতাইকারীকে আটক করে। এতে ওই তিন ছিনতাইকারীও আহত হয়। তবে ছুরিকাঘাতে আহত আহসানের অবস্থা আশঙ্কাজনক।ওসি আরও জানান, ছিনতাইকারী আহসানের বান্ধবীর নিকট থেকে গলার স্বণের একটি চেনও ছিনতাই করে নেয়। পরে জনতা সেই চেনটিও উদ্ধার করে।