ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে মোক্তারের মা (৭৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ ১ মার্চ সোমবার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নে পালগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধা পালগাও গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মূল আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলা পালগাও গ্রামে মৃত হেলাল উদ্দিনের স্ত্রী মোক্তারের মার সাথে একই গ্রামের সুভাষ ফকিরের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি চলছিল। এক পর্যায়ে সুভাষ ফকির উত্তেজিত হয়ে মোক্তারের মার মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে আটপাড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত মোক্তারের মায়ের সাথে থাকা নাতি হৃদয় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। এসময় আহত হৃদয় জানায়, সুভাষের সাথে জহিরুল, সালেহ আহম্মদ, মুখলেছ, শরীফ, সুলতান, আজাদ, হাবলু, মানিকসহ আরো কয়েকজন তাদের বাড়িতে এসে হামলা করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরো জানায়, উপজেলার পালগাও গ্রামের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে নিহত মোক্তারের মার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।