ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক ঐতিহাসিক ভাষনের দিন ৭ই মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু মেরাথন, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় এই কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগি সংগঠণ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠণ ও গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সভায় প্রধান ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ। এই উপলক্ষে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।