ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ ০৮ মার্চ সোমবার দূর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দূর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই দিবসটি পালিত হয়। দিবসটি পালনে সহযোগিতা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে‘র সমৃদ্ধি প্রকল্প, কেয়ার বাংলাদেশ, ওয়াইডব্লিউসিএ, সারা, সাস ও কারিতাস। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তেন ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে ডিএসকে‘র প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারঃ) পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ওয়াই ডব্লিউসি-এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা,এনজিও সমন্বয় কমিটির সভাপতি শামীম কবীর প্রমুখ বক্তারা বলেন, সমাজে এখনো অনেক নারী তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে নারীদের অধিকার রক্ষায় সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানকে কাজ করতে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।