মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক
রাজশাহী নগরীর বড় কুঠিপাড়ায় ৯৫ গ্রাম হেরোইনসহ মো.আব্দুল খালেক(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।শনিবার(০৬ মার্চ) রাত ১১টায় তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল খালেক নগরীর বোয়ালিয়া মডেল থানার বড় কুঠিপাড়া গ্রামের মৃত আবুল মালেক শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার বড় কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুল খালেককে ৯৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।