ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় জনতা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এর ১৬টি ল্যাপটপ আত্মসাৎ, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ মার্চ বুধবার দুপুর ২টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে উপজেলার কৈলাটী এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলার কৈলাটী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি চয়ন কান্তি ঘোষ, দাতা সদস্য আব্দুল ওয়াদুদ বাচ্চু মিয়া, হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: জয়নাল আবেদীন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান, এবতেদায়ী মাদরাসার সভাপতি ডা: গিয়াস উদ্দিন, গণ্যমান্য ব্যক্তি মো: সাইফুল ইসলাম প্রমুখ।এ সময় বক্তারা বলেন কলমাকান্দা , উপজেলার কৈলাটী জনাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের নব নিযুক্ত সভাপতি বিদ্যালয়ের হিসাব নিকাশ গোপন করেছে। এছাড়াও বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এর ১৬টি ল্যাপটপ গোপন করার বিষয়টি ধামাপাচা দেয়ার প্রচেষ্টা করছে। তাদের এসকল অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়।