সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা (জীবননগর পাড়ার) দুই সন্তানের জননী কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের অলিয়ার রহমানের পুত্র লিটন (২০) এর বিরুদ্ধে।
এই বিষয়ে ধর্ষিতা নিজেই বাদী হয়ে ধর্ষক লিটন কে আসামী করে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়,নির্যাতিতার স্বামী কাজের জন্য প্রায়ই বাহিরে থাকে।এরই সুযোগে লম্পট লিটন প্রায় সময় বাড়িতে তাকে একা পেয়ে উত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিতো। নির্যাতিতা বাড়ীর পাশে কুড়ার মাঠ নামক স্থানে ঘাস কাটতে গেলে লম্পট লিটন তাকে একা পেয়ে আবারও কু-প্রস্তাব দেয়।তার প্রস্তাবে রাজি না হলে চাপটে ধরে ও ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।পরে তার ডাক চিৎকারে আশপাশে থাকা শুকুর আলী,মোমিনুর সহ অনেকে ছুটে এসে উদ্ধার করে।পরে লম্পট লিটন প্রকাশ্যে খুন ও জখমের হুমকি দিয়ে চলে যায়।
এই বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,
এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ষক লিটনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী।