মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক
রাজশাহীর উপকণ্ঠ চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বালালগর এলাকায় বৈদ্যুতিক পোল ঝুঁকির মুখে ফেলে পুকুর খননের অভিযোগ উঠেছে। প্রায় ৩০ বিঘা আয়তনের এই পুকুর খনন করেছেন উজ্জল নামের এক বিএনপি নেতা। স্থানীয়রা বলছেন,পুকুরে পানি দিলেই পোলটি ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে।কারণ পুকুর খননের কারণে পোলের গোড়ার মাটির শূন্য হয়ে গেছে। পোলটি পড়ে গেলে পুরো গ্রাম বিদ্যুৎ শূন্য হয়ে যাবে একই সাথে সরকারের অপূরণীয় ক্ষতি হবে বলেও জানান তারা। অবৈধ পুকুর খনন কারি উজ্জ্বলকে মুঠোফোনে ফোন করে জানতে চাইলে তিনি জানান, পল্লী বিদ্যুৎ অফিসে ৫০ হাজার টাকা দিয়েছি।পোল পড়বে না। সবই টাকার খেলা ভাই বলে ফোন কেটে দেন উজ্জল। এ বিষয়ে প্রকৌশলী মোঃ একরামুল হক (জি এম) রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি সাক্ষাৎকারে বলেন,,বৈদ্যুতিক পোল ঝুঁকির মুখে ফেলে পুকুর খননকারি উজ্জল অপরাধ করেছেন। আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করে এসেছি। ডাকযোগে উজ্জল এর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেনারেল ম্যানেজার ( জিএম)।