মোঃ পাভেল ইসলাম, প্রধান প্রতিবেদক:
রাজশাহীর মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধযান, কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ!এই শিরোনামে ভিডিও অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর রাজশাহী পশ্চিম অঞ্চল ট্রলি মালিক- শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের অবৈধ চাঁদাবাজি বন্ধ করে দিয়েছেন পবা উপজেলা সমবায় অফিস।
মঙ্গলবার সকালে পবার বালিয়া এলাকা দেখা যায় রাজশাহী পশ্চিম অঞ্চল ট্রলি মালিক-শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের অফিসের পূর্বের সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছে। এছাড়ও সমিতির সামনে যে চাঁদা আদায় করা হতো সেটিও আজ চোখে পড়েনি।
এদিকে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কোন প্রকার অবৈধযান চলাচল দেখা যায়নি। ফলে সকাল থেকে মহাসড়কে গণপরিবহন বাধাহীনভাবে চলাফেরা করছে।
অন্যদিকে, পুলিশের বেশ কয়েকটি সুত্র বলছে সংবাদ প্রকাশের পরপরই ট্রাফিক বিভাগকে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা নির্দেশনা দিয়েছেন যেন কোন অবৈধ যানবাহন মহাসড়কে না উঠতে পারে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও সুত্রটি বলছে মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি হলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পবা উপজেলার সমবায় অফিসার মুহা. আবুল কাশেম মন্ডল জানান, ওই সমিতিকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা যেন চাঁদাবাজি না করেন। এরপরও যদি করেন তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে এবং তাদের সমিতির কার্যক্রমগুলো খতিয়ে দেখা হচ্ছে।