মোঃ পাভেল ইসলাম প্রধান প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই দিনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২ টায় কেক কাটাও পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ। এছাড়া রাতে ফানুস উড়িয়ে দিনটি উদযাপন করা হবে বলে জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাসুম মিলন, মাহফুজ আল আমিন, কাজী আমিনুল হক লিংকন, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু,ইমতিয়াজ আহমেদ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল সরকার রুবেল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম দুর্জয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ইউনিটের নেতাকর্মীরা।