সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬ জন গ্রাম পুলিশদের হাতে বাই সাইকেল তুলে দিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে গ্রাম পুলিশদের হাতে এ সাইকেল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মাহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,পান্তাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন,স্বরুপপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লা হক,কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা,বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।