মোঃ পাভেল ইসলাম, প্রধান প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন, মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন। শুক্রবার( ১৯ মার্চ) বিকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে মহানগর ছাত্রলীগ রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করে। এরপর মিছিলটি মহানগরীর সাহেবাজার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে পেছনের দিকে হঠাৎ করে শুরু হয় দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ।
পরে মিছিলের সামনে থাকা মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক সিরাজুম মোবিন সবুজ দুপক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরবর্তিতে আরও দু’দফা হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত তিন ছাত্রলীগ কর্মী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এরপর মিছিলটি কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, আনন্দ মিছিল পণ্ড করার জন্য শিবিরের এজেন্টরা প্রবেশ করেছে। তারাই আমাদের কর্মীদের বিভ্রান্ত করে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটলো তা আমরা দ্রুত বের করার চেষ্টা করব বলে তিনি কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।