ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি:
করোনায় ভাইরাস (Covid 19) আক্রান্ত হলেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান ও তার সহধর্মিণী কাজী সুমনা আক্তার৷ । বর্তমানে তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২১ মার্চ
রোববার (২১ মার্চ) দুপুর ২ টায় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের শরীরে করোনার লক্ষ্মণ দেখা দিলে নমুনা পরীক্ষার পর গতকাল শনিবার (২০ মার্চ) তাদের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।